'শিখবে শিশু সহজে' স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালে সোনামণি স্কুলের পথচলা শুরু হয়। এই স্কুলের মূল লক্ষ্যই হলো শিশুশিক্ষাকে সহজ, সুন্দর, শিশুদের উপযোগী ও কার্যকরী করে তোলা। এখানে শিশুরা মজায়-মজায় শিখতে থাকে, আর শিখতে গিয়ে কষ্টতো দুরের কথা, বেশিরভাগ সময়ে তারা বুঝতেই পারে না যে আসলে তারা পড়াশুনা শিখছে। একটা বিষয়ে আমরা সবাই একমত যে, কচিকাঁচা শিশুদের শেখার পদ্ধতি কখনোই বড়দের শেখার পদ্ধতির অনুরূপ হতে পারে না। শিশুদের শিক্ষাদানের সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো যে কাজগুলো তারা পছন্দ করে অথবা যে বিষয়গুলোকে তারা ভালোবাসে, সেগুলোকে অবলম্বন করে শিক্ষা দেয়া। সে অর্থে শিশুদের শিক্ষার মাধ্যম বা উপকরণ হতে পারে ফুল, পাখি, ফড়িং, প্রজাপতি, পুতুল, লাটিম, ঘুড়িসহ এরকম আরো হাজারো কিছু। অথচ প্রচলিত পদ্ধতিতে শিক্ষা গ্রহণের জন্য তাদের পিঠে চাপানো হচ্ছে ব্যাগে ভরা বইয়ের বোঝা, আর বাধ্য করা হচ্ছে তা বুঝে-না বুঝে মুখস্থ করতে। সন্দেহ নেই, শিশুশিক্ষার এই সর্বনাশা পদ্ধতি শিশুর শেখার আগ্রহকে গলা টিপে হত্যা করছে, আর পড়াশুনার প্রতি সীমাহীন বিতৃষ্ণা তৈরি করছে। যেখানে একটি শিশুর শিক্ষাগ্রহণ হওয়ার কথা ছিলো অনেক-অনেক মজার, সেখানে তা তার জন্য হয়ে উঠেছে অনেক বেশি ভীতিকর। ফলস্বরূপ, শিশুরা পড়াশুনাকে তাদের উপর আরোপিত শাস্তি, শিক্ষককে তাদের নির্দয় শাস্তিদাতা, আর শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের জন্য নির্মম শাস্তিকেন্দ্র বলে বিশ্বাস করতে শুরু করেছে। তবে আশার কথা হলো, একটু দেরিতে হলেও সোনামণি স্কুল প্রচলিত পন্থার বাইরে গিয়ে ছোট্ট সোনামণিদের জন্য তাদের উপযোগী পন্থায় শেখানোর উদ্যোগ গ্রহণ করেছে। এখানে সোনামণিরা মজার-মজার এ্যানিমেশন কন্টেন্ট উপভোগ করার মাধ্যমে অনায়াসেই তাদের প্রয়োজনীয় বিষয়গুলো শিখে ফেলতে পারছে। বলে রাখা ভালো যে, সোনামণি স্কুলে শিশুদের মধুর শৈশবকে হত্যা করে নয়, বরং সুন্দর শৈশবকে সঙ্গে নিয়েই তাদের শিক্ষাগ্রহণ নিশ্চিত করা হয়। সোনামণি স্কুল সেভাবে শিখায়, যেভাবে একটি শিশু শিখতে চায়। আমাদের সকল প্রচেষ্টা কেবলমাত্র আমাদের প্রিয় সোনামণিদের সত্যিকারের কল্যাণের জন্য। আর সেই প্রচেষ্টায় অংশ নিতে আপনারা সকলেই সাদরে আমন্ত্রিত, এবং সোনামণি স্কুল সম্পর্কে আপনার যে কোনো পরামর্শ সাদরে গ্রহণযোগ্য। আপনাদের, আমাদের ও আমাদের সোনামণিদের সার্বিক মঙ্গল কামনায়-
ড. এস এম ফরিদুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও পরিচালক
সোনামণি স্কুল।
১. ঢাকা (কাজ চলমান): প্লট-১৫, কলকাকলি হাউজিং, আশুলিয়া, ঢাকা-১৩৪৯
২. রাজশাহী: প্লট-১৪ (৩য় তলা), উপশহর নিউ মার্কেট, রাজশাহী-৬২০২
০১৮৪৫ ০৫৫০৪৪
© sonamonischool.com. All Rights Reserved. Created by Get Tech Solutions