উত্তর: সোনামাণি স্কুলে সোনামণিদের জন্য প্রয়োজনীয় পড়াশুনা তদের উপযোগী পন্থায় কার্টুন/এ্যানিমেশন ভিডিও আকারে দেয়া আছে। যেগুলো তারা অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করে এবং খুব সহজেই তাদের পড়াশুনা শিখে ফেলে।
উত্তর: হোম পেজে গিয়ে ভর্তি/এডমিশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন/ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি/রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে একটি আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে। সেই আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ক্লাস শুরু করতে হবে।
সোনামণির ক্লাস শুরু করার জন্য মা-বাবার সহযোগিতা আবশ্যক। তবে ক্লাস শুরু করার কয়েক দিনের মধ্যেই শিশু নিজে-নিজেই সোনামণি স্কুলের কন্টেট দেখা শিখে যায়। তবে মা-বাবা সময় দিলে সবসময়ই তা সোনামণির শিক্ষার জন্য অধিক ফলপ্রসূ হয়ে থাকে।
সোনামণি তার ক্লাস শুরু করলে প্রথমে তা “বেবি, লেভেল-১” হতে শুরু হবে। এই লেভেলর সবগুলো ভিডিও দেখা শেষ হলে পরের লেভেলটি শুরু হবে। এভাবে একটির পর একটি লেভেল শেষ হতে থাকবে।
উত্তর: হ্যাঁ, এখানে প্রতিটি ক্লাস বা লেভেল সম্পন্ন হওয়ার পর সোনামণিদের জন্য উপযোগী, অন্ত্যন্ত সহজ ও মজার পন্থায় পরীক্ষা নেয়া হয়। তবে, সোনামণিদের জন্য উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক নয়।
উত্তর: এই স্কুলে পড়াশুনার খরচ খুবই কম। মাত্র ১২৫০ টাকা দিয়ে এই স্কুলে ভর্তি/রেজিস্ট্রেশন করতে হয় (মান্থলি কোনো টিউশন ফি দিতে হয় না), এবং সোনামণির এই ভর্তি দীর্ঘ ৩ বছর সময়কাল পর্যন্ত একটিভ থাকে।