সম্মানিত অভিভাবক,
আমরা জানি, ফুলের সাথে ফুলের তুলনা চলে, ফলের সাথে ফলের। সোনামণি স্কুল যেহেতু ছোট্ট সোনামণিদের জন্য কার্টুন ভিডিওভিত্তিক একটি অনলাইন শিশুশিক্ষা প্লাটফর্ম -উদ্দেশ্যহীন কোনো বিনোদন সাইট নয়, তাই এর তুলনাও হওয়া চাই ঠিক এরকম কোনো শিক্ষামূলক প্লাটফর্মের সাথে। অনেকেই বলে থাকেন যে, এখানকার কন্টেন্টগুলো অত্যন্ত সুন্দর, শিশুতোষ ও মজাদার, তবুও এটি সোনামণিদের ঠিক ততটা কাছে টানে না, যতটা কাছে টানে টম-জেরি, ডরিমন বা মটু-পাতলুর মতো ভিডিওগুলো। হ্যাঁ, আসলে তেমনটাই হওয়ার কথা। কারণ সোনামণি স্কুল হলো শিক্ষামূখী।পক্ষান্তরে ডরিমন, মটু-পাতলু, বা টম-জেরির মতো ভিডিওগুলো কেবলমাত্র বিনোদনমূখী। শুধু তাই নয়, ঐ সকল ভিডিওগুলোর অনেকগুলিই শিশুদের জন্য অতিমাত্রায় আসক্তিপূর্ণ ও বিতর্কিত। সোনামণি স্কুল ও সেগুলোর উদ্দেশ্যের মধ্যে পার্থক্যটাও যোজন-যোজন। তাই সেই সমস্ত ভিডিওগুলোর প্রতি বাচ্চাদের আকর্ষণ বেশি থাকবে সেটাইতো স্বাভাবিক। সুতরাং সেগুলোর সাথে এই স্কুলের তুলনা করাটাই ঠিক নয়। এমন তুলনা ঠিক ছাতা আর ছাতুর মধ্যে তুলনা করার মতোই -তাই নয় কি?
সেটা না হয় বোঝা গেলো। এখন প্রশ্ন হলো এই স্কুলে আদরের সোনামণিকে আরো বেশি এনগেজড্ ও একটিভ রাখার উপায় কি? বলছি। তার আগে একটিবার ভাবুনতো, এমন কি কোনো স্কুল আছে, যেখানে আদরের সোনামণিকে ভর্তি করিয়েই আপনি আপনার দায়-দায়িত্ব শেষ বলে ধরে নেন? নিশ্চয়ই নেই। বরং আদরের সোনামণিকে স্কুলে দেয়ার পর আপনাকেও আদরের সোনামণির সাথে নিয়মিত স্কুলে যেতে হয় (স্কুল আঙ্গিনায় বসে থাকতে হয়), তাকে বাসায় পড়াশুনা শেখাতে হয়, হোম-ওয়ার্কে সাহায্য করতে হয়, আরো কতো কী! তাহলে সোনামণি স্কুলের ক্ষেত্রে কেনো ধরে নিচ্ছেন যে এখানে সোনামণি নিজে-নিজেই সবকিছু করে ফেলবে? না, নিশ্চয়ই তেমনটি হওয়ার কথা নয়। হয়ত ভাবছেন, তাহলে এই স্কুলের ক্ষেত্রে আমাকে কী করতে হবে? উত্তর হলো, তেমন কিছুই না! জাস্ট একটা রুটিন অনুযায়ী (যেমন- সকালে, দুপুরে বা রাতে) সোনামণির সাথে ভিডিওগুলো এনজয় করুন, অন্য সময়গুলোতে সেই ভিডিওগুলো নিয়ে তার সাথে গল্প করুন, ভিডিওতে দেখা মজার-মজার গল্প বা ছড়াগুলো আপনি বলুন ও তার মুখে শুনুন, শোনার পর খুব ভালো হয়েছে বলে অনেক প্রশংসা করুন আর অনেক উৎসাহ দিন, পরিচিতজনদের কাছেও সোনামণিকে সেগুলো শুনাতে উৎসাহিত করুন। ব্যাস, আর কিচ্ছুটি ভাবতে হবে না, দেখবেন কাজ হয়ে গেছে। আমরা নিশ্চিত, এরপর আপনি আপনার সোনামণির উন্নতি দেখে মুগ্ধ হয়ে যাবেন। মনে রাখবেন, গুড প্যারেন্টিং মানেই হলো সোনামণিকে সময় দেয়া -এর কোনো বিকল্প নেই। সুতরাং সোনামণি স্কুলকে সাথে নিন, সোনামণিকে সময় দিন, গুড-প্যারেন্টিং নিশ্চিত করুন।
অনেকেই বলেন, এ রকম কন্টেন্টতো ইউটিউবে অনেক আছে, তবে কেনো সোনামণি স্কুল? হ্যাঁ, সত্যিই সেখানে অনেক কন্টেন্ট রয়েছে। তবে সেগুলো কি আসলেই ছোট্ট সোনামণিদের জন্য যথেষ্ট মানসম্পন্ন, উপযুক্ত ও পরিকল্পিত? সেইসব কন্টেন্ট দেখতে গিয়ে আদরের সোনামণি অনাকাঙ্খিত কিছুর সম্মুখীন হবে না, তার নিশ্চয়তা কি?
আবার অনেকেই বলে থাকেন যে, ছোট-ছোট বাচ্চাদের ডিভাইসের সাথে সম্পৃক্ত করাটা কতটা যুক্তিযুক্ত? প্রিয় সোনামণিকে ঘিরে আপনার এই চিন্তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি আদরের সোনামণিকে সত্যিই ডিভাইস থেকে দুরে রাখতে পারছেন? সম্ভবত না! তবে কোনো এমন অজুহাতে সোনামণিকে এই স্কুলের সুবিধা হতে বঞ্চিত করছেন? আরো একটি জরুরী কথা হলো, আজকের পৃথিবীতে ডিভাইস থেকে সন্তানকে দুরে রাখাটা আদতে কতটা যুক্তিযুক্ত, যখন অনেক বাচ্চারা ৬/৭ বছর বয়সেই প্রোগ্রামিংয়ের মতো বিষয়গুলোও অনায়াসে সম্পাদন করে চলেছে। সঙ্গত কারনেই আপনার প্রত্যক্ষ তত্বাবধানে প্রিয় সোনামণির প্রয়োজনীয় ডিভাইসের নিয়ন্ত্রিত ব্যবহারকে আমরা ইতিবাচক বলে মনে করি। সেইসাথে সোনামণি স্কুল (SonamoniSchool.com) কে ল্যাপটপে বা ডেস্কটপে (মোবাইল অ্যাপে নয়) ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। কারন, ল্যাপটপে বা ডেস্কটপে সোনামণি স্কুলে জয়েন হলে বাচ্চার ও অভিভাবকের সিরিয়াসনেস বেশি থাকে। তাছাড়া এতে করে আদরের সোনামণির সাথে আপনার অংশগ্রহণ তথা গুড-প্যারেন্টিংয়ের বিষয়টিও নিশ্চিত হয়। তবে আপনি চাইলে মোবাইল অ্যাপও ব্যবহার করতে পারেন, অথবা মোবাইল ব্রাউজারে SonamoniSchool লিখে সার্চ দিয়েও সহজেই সোনামনি স্কুলে ঢুকতে পারেন। স্কুলটি সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে ভিজিট করতে পারেন আমাদের প্রশ্নোত্তর পেজে, অথবা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
শুভ হোক সোনামণির পড়াশুনা, সুন্দর হোক সোনামণির শিক্ষা-জীবন, প্রস্ফুটিত হোক আপনার কল্পপুষ্পের প্রতিটি পাপড়ি। ভালো কিছু হবে ইনশাআল্লাহ্।
ড. এস এম ফরিদুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও পরিচালক
সোনামণি স্কুল।
১. ঢাকা (কাজ চলমান): প্লট-১৫, কলকাকলি হাউজিং, আশুলিয়া, ঢাকা-১৩৪৯
২. রাজশাহী: প্লট-১৪ (৩য় তলা), উপশহর নিউ মার্কেট, রাজশাহী-৬২০২
০১৮৪৫ ০৫৫০৪৪
© sonamonischool.com. All Rights Reserved. Created by Get Tech Solutions