আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ করে আগামী ১ ডিসেম্বর ২০২৩ হতে সোনামনণি স্কুল তার যাত্রা শুরু করতে যাচ্ছে। যে সকল অভিভাবক ইতোমধ্যে তাদের ছোট্ট সোনামণিদের সোনামণি স্কুলে ভর্তি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেদিন হতেই, অর্থাৎ ১ ডিসেম্বর হতেই সোনামণি স্কুলের ভর্তি কার্যক্রম শুরু হবে। সোনামণি স্কুলে আস্থা রাখায় সম্মানিত অভিভাগণকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশাকরি সামনের দিনগুলোতেও সোনামনণি স্কুলের সাথে থকবেন। সহজ, সুন্দর ও আনন্দময় হোক ছোট্ট সোনামণির পড়াশুনা। শুভ হোক সোনামণি স্কুলের পথচলা।
সোনামণি স্কুল।
১. ঢাকা (কাজ চলমান): প্লট-১৫, কলকাকলি হাউজিং, আশুলিয়া, ঢাকা-১৩৪৯
২. রাজশাহী: প্লট-১৪ (৩য় তলা), উপশহর নিউ মার্কেট, রাজশাহী-৬২০২
০১৮৪৫ ০৫৫০৪৪
© sonamonischool.com. All Rights Reserved. Created by Get Tech Solutions